ক্রোমিয়ামযুক্ত চামড়া দিয়ে তৈরি হচ্ছে মুরগির খাবার
উচ্চমাত্রার ক্রোমিয়ামযুক্ত ঝুট চামড়া থেকে মুরগির খাবার তৈরির অভিযোগে গতকাল বুধবার রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি কারখানা সিলগালা করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। কারখানায় থাকা মালিকের ছেলে শহীদুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী র্যাব-৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমীন বলেন, কারখানার মালিক মকবুল আহমেদের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং কারখানায় মজুত তিন হাজার বস্তা ক্রোমিয়ামযুক্ত মাছ-মুরগির খাবার...
Posted Under : Health News
Viewed#: 13
See details.

